‘যেটা বলা হয়েছিল সেটা হয়নি, আগে জানলে কাজটা নিতাম না’, ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে সাইড রোলে অভিনয় করা নিয়ে আক্ষেপ সুচরিতা ওরফে বাসবদত্তার

বাসবদত্তা

‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিক শেষ। এই ধারাবাহিকে সুচরিতা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী বাসবদত্তা দত্ত। ধারাবাহিক শুরুর প্রথম দিকে প্রোমোতে দেখানো হয় চার নারীর জীবনের গল্প বলবে এই ধারাবাহিক। কিন্তু ধারাবাহিক তেমনটা একেবারেই হয়নি। আর তাই নিয়েই আক্ষেপ রয়েছে ধারাবাহিকের সুচরিতা ওরফে বাসবদত্তা।

হিন্দুস্তান টাইমস বাংলার কাছে বাসবদত্তা তার অভিনয় শুটিং নিয়ে সাক্ষাৎকারে ‘কার কাছে কই মনের কথা’য় সুচরিতা চরিত্রে অভিনয় প্রসঙ্গে জানান, “কার কাছে কই মনের কথা’-এ আমায় যে চরিত্র দেখা গিয়েছে সেটা অনেকেরই ভালো লাগেনি। বলা ভালো অনেকেই এটা পছন্দ করেনি। কিন্তু এক্ষেত্রে তাঁদের মনে হওয়ায় কোনও দোষ দেখি না, এটা খুবই স্বাভাবিক। কারণ গল্পটা যেভাবে শুরু হয়েছিল, বলা হয়েছিল পাঁচটা মেয়ের আলাদা আলাদা গল্প দেখানো হবে। কিন্তু সেটা আর করা হয়নি। যারা আমার কাজ দেখতে পছন্দ করেন, তাঁদের কাছে এটা অবশ্যই একটা আক্ষেপের জায়গা। অনেকেই বলেছেন ‘তুমি কেন এই চরিত্রটা করলে?”

অভিনেত্রী আরও বলেন, “আসলে আমি যখন কাজটা নিয়েছিলাম তখন তো অন্যরকম শুনেছিলাম। এইরকম হবে জানলে হয়তো কাজটা নিতাম না আমি। কিন্তু একবার নিয়ে যখন ফেলেছি, তাই মাঝপথে ছেড়ে দিয়ে কাউকে সমস্যার মধ্যে ফেলতে চাইনি। পাশাপাশি আমার কাজে পরিবেশটাও খুব ভালো ছিল। সঠিক সময় কাজ শেষ হয়ে যেত। শনি-রবিবার ছুটি থাকত। শুরুতে তো এই ছুটি পাওয়া বা ১৪ ঘণ্টা কাজ এইসব ছিলই না।”

সূত্রঃ bangla . hindustantimes . com