‘ভুতু’ ধারাবাহিকের পর ফের জি-বাংলার পর্দায় অভিনেত্রী আর্শিয়া মুখোপাধ্যায়

অভিনেত্রী আর্শিয়া মুখোপাধ্যায়

অভিনেত্রী আর্শিয়া মুখোপাধ্যায়, এখন কিশোরী। যদিও ছোটপর্দার দর্শক তাকে চেনেন ভুতু হিসাবেই। ছোট বয়সে ভুতু চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন। এমনকি ভুতু রিমেক হিন্দি সিরিয়ালের মুখ্য ভূমিকায় অভিনয় করেছিল আর্শিয়া।

তাকে ছোটপর্দায় শেষবারের মতো দেখা গিয়েছিল স্টার জলসার  ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে। এরপর পড়াশুনোর জন্য অভিনয় জগত থেকে দূরে সরে গিয়েছিলেন।

তবে খুব শীঘ্রই একটি ওয়েব সিরিজে দেখা যাবে আর্শিয়াকে। তার আগে আরও একবার ছোটপর্দায় পা রাখলেন অভিনেত্রী। বহু বছর পর টিভির পর্দায় ভুতুকে দেখে অবাক হয়েছেন সকলে।

জি-বাংলার পক্ষ থেকে দিদি নাম্বার ওয়ানের একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। আর এই প্রোমোতেই দেখা যাচ্ছে এবার জি-বাংলায় দিদি নাম্বার ওয়ানে মায়ের সাথে খেলতে আসছেন আর্শিয়া। অনেকটাই বড় হয়ে গেছে সে। সেই ছোট ভুতুকে যেন চেনাই যাচ্ছে না।

শুধু আর্শিয়া নয়, এদিন উপস্থিত থাকেব সোশ্যাল মিডিয়ার বেশ কিছু জনপ্রিয় মুখ। মা সিরিয়ালের তিথি বসুও অংশগ্রহণ করবেন। রবিবার সম্প্রচার হবে সেই বিশেষ এপিসোড।