৫ বছর পর ফের অভিনয় জগতে ফিরছে ‘ভুতু’ ওরফে অভিনেত্রী আর্শিয়া মুখোপাধ্যায়

অভিনেত্রী আর্শিয়া মুখোপাধ্যায়

টানা ৫ বছর পর ফের অভিনয় জগতে ফিরলেন অভিনেত্রী আর্শিয়া মুখোপাধ্যায়। যিনি সকলের প্রিয় ‘ভুতু’। ‘ভুতু’ ধারাবাহিকের হাত ধরে ছোট বয়সে অভিনয় জগতে হাতেখড়ি। সেই ছোট ভুতু আজও সিরিয়ালপ্রেমীদের মনের অন্তরে রয়েছে।

যদিও ভুতু এখন আর ছোট নেই। অনেকটাই বড় হয়ে গেছে সে। তাকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল স্টার জলসার ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’ ধারাবাহিকে। এরপর অভিনয় জগত থেকে বিরতি নিয়েছিল আর্শিয়া। পড়াশুনোর জন্যই অভিনয় জগতকে বিদায় জানায় ।

তবে এবার দীর্ঘ ৫ বছর পর অভিনয় জগতে ফিরতে চলেছেন আর্শিয়া। না, বাংলা ধারাবাহিকে নয়। ওয়েব সিরিজে দেখা যেতে যাবে ছোট ভুতুকে। এই প্রথম ওয়েব সিরিজে পা রাখছে আর্শিয়া। শোনা যাচ্ছে, ‘প্লাটফর্ম এইট’-এর   ভরপুর কমেডি সিরিজ  ‘স্বর্গরথ সরগরম’-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় সেরেছেন আর্শিয়া।