সুখবর! ফের নতুন প্রোজেক্টে মিঠাই খ্যাত ধারা ওরফে অভিনেত্রী অর্কজা আচার্য

অভিনেত্রী অর্কজা আচার্য

অভিনেত্রী অর্কজা আচার্য, ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘ওগো নিরুপমা’, ‘মিঠাই’ ধারাবাহিকের হাত ধরেই তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন দর্শকমহলে। যদিও সেভাবে আমরা এখন তাকে আর বাংলা সিরিয়ালে তাকে দেখতে পাই না।

মিঠাই ধারাবাহিকে ধারা চরিত্রটি দর্শকের মনে দাগ কেটে গেছে। চ্যানেল নিয়ে কোনও ছুৎমার্গ নেই তার। তাই পরবর্তীকালে প্রধান সারির চ্যানেল ছেড়ে তাকে দেখতে পাওয়া যায় আকাশ আট চ্যানেলে।

বহুদিন ধরেই কোনও প্রোজেক্টে কাজ করছেন না অর্কজা। যদিও লেখালেখির কাজ নিয়ে তিনি ব্যস্ত। তবে এবার নতুন প্রোজেক্টে অভিনেত্রী অর্কজা আচার্য। না কোনও সিরিয়ালে নয়, মিরচি বাংলার ফ্রাইডে ক্লাসিকস বাংলায় বিশ্বসেরা-তে এই কালজয়ী প্রেমের গল্পে উদারিং হাইটসে আইকনিক ক্যাথেরিন আর্নশ চরিত্রে অভিনয় করবেন অর্কজা। নিজেই সেই সুখবর জানিয়েছেন অভিনেত্রী।