অনস্ক্রিন ছেলের বিয়ে, শ্বেতা-রুবেলকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

আর মাত্র কিছুদিনের অপেক্ষা। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা রুবেল দাস। আপাতত শ্বেতার ভট্টাচার্যের সাথে জমিয়ে আইবুড়ো ভাত খাচ্ছেন রুবেল দাস। জানুয়ারি মাসেই তাদের বিয়ে। অনস্ক্রিন ছেলের বিয়েতে কি বলছেন কৃষ্ণা ওরফে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়।

অনস্ক্রিন ছেলে ‘বাবুউউ’ এর বিয়ে নিয়ে কি বললেন রুবেল? রুবেল জানান, ‘শ্বেতা-রুবেলের এত বছরের সম্পর্ক, বন্ধুত্ব। তাই ওঁদের জন্য সবসময়ই শুভকামনা থাকবে আমার তরফে। ওঁরা খুব ভালো থাকুক। এটাই আন্তরিক কামনা আমার পক্ষ থেকে। আর একটা সম্পর্কের স্বীকৃতি, সেটার থেকে ভালো আর কী-ই বা হতে পারে!’

তবে অরিজিতা জানান, পর্দার রুবেলের মায়ের থেকে বাস্তবে রুবেলের মা অনেকটা আলাদা। অভিনেত্রী জানায়, ‘রুবেলের মা মানে কাকিমাকে আমরা দেখেছি। রুবেলের মুখেও গল্প শুনেছি। কাকিমা একটা সময় আমার অভিনয় দেখে এ রকমও বলেছিলেন, ‘একটা মহিলা কেন এত জ্বালায় রে? তাই কাকিমা একেবারেই ‘বাবুর মা’ নন। খুব ভালো মানুষ। সেটা সবথেকে ভালো জানে রুবেল আর শ্বেতা। ওঁরা দু’জনে খুব ভালো থাকবেন বলেই আমরা আশাবাদী।’