কৃষ্ণা অতীত! পূবালী হয়ে নতুন ধারাবাহিকে ফিরছেন কৃষ্ণা ওরফে অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়

নিম ফুলের মধু ধারাবাহিক শেষ। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। ধারাবাহিক শেষ হওয়ার পর মন খারাপ ছিল দর্শকের। তবে তার মাঝেই সুখবর শোনালেন অভিনেত্রী।

আবারও এক অন্য ধারাবাহিকে দেখা যাবে তাকে। নিজেই সেই সুখবর শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে এবার জি-বাংলার চ্যানেলে নয়, তাকে দর্শক দেখতে পারবেন স্টার জলসার চ্যানেলে। স্টার জলসার ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে একেবারে অন্য রকম চরিত্রে অভিনয় করবেন অরিজিতা।

ছবি শেয়ার করে অরিজিতা লেখেন, ‘অল্প গল্প নিয়ে আসছি তেঁতুলপাতাকে চোখে চোখে রাখতে… আজ থেকে শুধুমাত্র Star Jalsha এর পর্দায়, সন্ধ্যে ঠিক 6 টায়। রাখী দির ভাবনায় আর Soumya Pakrashi , পৌষালী আর সদীপ-এর চিত্রনাট্যে জ্যান্ত পূবালী পুরকায়স্থকে কেমন লাগল জানাবেন অবশ্যই। পূবালীকে যত্নে সাজাল Sampurna Basu। মনে রাখবেন, “চোখ নয়, সিসিটিভি।”