দেবীপক্ষের আরাধনায় আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। আর সেই শুভ মুহূর্তের সূচনা হয় মহালয়া দিয়েই। চলতি বছরে ২ রা অক্টোবর, মহালয়ার দিনেই সম্পন্ন হবে মায়ের চক্ষুদান পর্ব।
মহালয়া বাঙালির কাছে এক অন্যরকমের আবেগ। আজও রেডিওতে বেজে ওঠা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে মায়ের স্তুতি পাঠ শুনে ভরে ওঠে আপামর বাঙালির মন। কিন্তু বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে দূরদর্শন মাধ্যম। টেলিভিশনের পর্দাতেও মহালয়াতে ফুটিয়ে তোলা হয় মায়ের নানা কাহিনী।
এমনকি কোন চ্যানেলে মায়ের কোন কাহিনী বর্ণনা করা হবে, সেইসাথে মায়ের রুপে কে থাকবে এসব নিয়ে উৎসাহিত থাকে দর্শকরা। সম্প্রতি স্টার জলসার পর্দায় মুক্তি পেয়েছে মহিষাসুরমর্দিনীর ভিডিও। যেখানে মায়ের রুপে রয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সঙ্গে রয়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার এবং অভিনেত্রী সন্দীপ্তা সেন।
অন্যদিকে জি-বাংলার পর্দায় মায়ের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে। তারই মাঝে আরও এক নতুন চমক। মা দুর্গার ভূমিকায় আসছেন ছোটপর্দার রাইপূর্ণা ওরফে অভিনেত্রী আরাত্রিকা মাইতি।
তবে জানা যাচ্ছে, টেলিভিশনের পর্দায় নয়, বরং টেলি দুর্গা অ্যাসোসিয়েশনের পেজে মহিষাসুরমর্দিনী রুপে দেখা মিলবে আরাত্রিকা মাইতির। সদ্যই ফেসবুক পেজে মুক্তি পেয়েছে সেই ভিডিও। অল্প সময়ের মধ্যেই দর্শকের নজর কেড়েছেন ‘মিঠিঝোরা’ খ্যাত এই অভিনেত্রী। এবার মহিষাসুরমর্দিনী রুপে কি দর্শকের মন জয় করতে পারবে আরাত্রিকা? সেটাই দেখার অপেক্ষায় দর্শক।