অভিনেত্রী আরাত্রিকা মাইতি ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে মিঠিঝোরা ধারাবাহিকে রাই চরিত্রে অভিনয় করছেন। ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছেন আরাত্রিকা।
আরাত্রিকা নিজের সাবলীল অভিনয় দিয়েই দর্শকের মন জিতে নিয়েছেন। যথেষ্ট ভালো অভিনয় করেন তিনি তাই তো এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন অভিনেত্রী। টলি পাড়ার অন্দরে এমনটাই খবর শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে ছোটপর্দার রাই ওরফে আরাত্রিকা বড়পর্দায় পা রাখছেন সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। প্রথম ছবি তাও আবার সৃজিতের হাত ধরে প্রতেকের কাছে স্বপ্নের বিষয়।
সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘লহো গৌরাঙ্গের নাম রে’ দেখা মিলবে আরাত্রিকার। এই ছবিতে রয়েছেন দিব্যজোতি দত্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, পার্নো মিত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ব্রাত্য বসু র মত তারকা।
লক্ষীপ্রিয়ার চরিত্রে প্রথমে বাছাই করা হয়েছিল দর্শনা বনিক। তবে হিন্দি প্রোজেক্টে র জন্য দর্শনা সময় দিতে পারবেন না তাই সৃজিত মুখোপাধ্যায় তার জায়গায় আরাত্রিকাকে বেছে নিয়েছেন।