আজ ছোটপর্দার অভিনেত্রী আরাত্রিকা মাইতির শুভ জন্মদিন। ২১-এ পা দিলেন তরুণ অভিনেত্রী। যাকে এই মুহূর্তে ‘জোয়ার ভাটা’ ধারাবাহিকে উজি চরিত্রে নিয়মিত দেখতে পারছেন আপনারা।
সান বাংলার ‘অগ্নিশিখা’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় যাত্রা শুরু হয় আরাত্রিকার। এরপর ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকের হাত ধরে প্রথম সারির চ্যানেলে কাজ। রাতারাতি মিতুল চরিত্রে দর্শকের মন জিতে নিয়েছিলেন এই মেয়ে। ‘খেলনা বাড়ি’ ধারাবাহিকে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা।
এরপর ‘মিঠিঝোরা’ রাই চরিত্রে নজরকাড়া অভিনয়। এই মুহূর্তে বাংলা টেলিভিশনের প্রথম সারির নায়িকা হয়ে উঠেছেন আরাত্রিকা। তাই তার জন্মদিনে ভক্তদের পোস্টে বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়। পরিবারের সঙ্গেই নিজের এই বিশেষদিনটি উপভোগ করছেন অভিনেত্রী। আমাদের পেজের তরফ থেকে অভিনেত্রীকে জন্মদিনের অনেক শুভ কামনা রইল।

