জি-বাংলার জনপ্রিয় শো হল ‘ড্যান্স বাংলা ড্যান্স’। এই মঞ্চে বহু প্রতিযোগী তাদের অসামান্য প্রতিভা দর্শক থেকে বিচারকদের মুগ্ধ করেছে। ড্যান্স বাংলা ড্যান্সের নতুন সিজেন চলছে। চলতি সিজেনে মহাগুরুর আসন রয়েছেন মিঠুন চক্রবর্তী।
সম্প্রতি এই মঞ্চে এসেছিল পরিণীতা ধারাবাহিকের পারুল এবং মিঠিঝোরা ধারাবাহিকের নায়িকা রাই। বিশেষ অতিথি হিসাবে মঞ্চে পারফর্মেন্স করেছেন তারা।
এদিন মারাঠি পোশাক পড়ে নাচতে দেখা যায় ছোটপর্দার রাইকে। বলাই বাহুল্য নেচে মঞ্চ মাতিয়ে দেন আরাত্রিকা। অভিনয়ের পাশাপাশি রাই যে এত ভালো নৃত্য পরিবেশন করেন অনেকের অজানা ছিল। আরাত্রিকার নাচ দেখে নিজের আসন ছেড়ে উঠে অভিনেত্রীর সাথে নাচে স্বয়ং ডিস্কো ড্যান্সার।