কিছুদিন আগেই পর্দা থেকে বিদায় নিয়েছে ‘মিঠিঝোরা’ ধারাবাহিক। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি। ধারাবাহিকের হাত ধরে দর্শকের প্রিয় রাই হয়ে উঠেছিলেন আরাত্রিকা। তবে এবার একেবারে নতুন ভাবে ফিরতে চলেছেন অভিনেত্রী।
জি-বাংলায় আসছে এক নতুন ধারাবাহিক। মিঠিঝোরার পর আবারও জি-বাংলার হাত ধরে ফিরতে চলেছেন। দুই বোনের গল্প নিয়ে তৈরি হবে এই মেগা। ছোট বোনের চরিত্রে অভিনয় করবেন আরাত্রিকা। আর বোনের বোনের চরিত্রে দেখা মিলবে ছোটপর্দার এক জনপ্রিয় মুখকে।
পরিচালক সুশান্ত দাসের এই নতুন ধারাবাহিকে একেবারে নতুন রুপে ফিরতে চলেছেন অভিনেত্রী। তার চরিত্রে নাম “উজি”। খুব শীঘ্রই শুটিং শুরু হতে চলেছে।