‘যেসমস্ত সিরিয়ালের TRP কম সেগুলো চলছে, আমরা স্লটলিডার তবুও বন্ধ, হাস্যকর’, ধারাবাহিক বন্ধ হতেই ক্ষোভ প্রকাশ অভিনেত্রী অপরাজিতা আঢ্যের

অভিনেত্রী অপরাজিতা আঢ্য

জনপ্রিয়তা থাকলেও শেষ হচ্ছে ধারাবাহিক। এতদিন শোনা যেত স্লট লিড না করতে পারলেও কম সময়ে বন্ধ হয়ে যাবে ধারাবাহিক। কিন্তু এখন পুরো চিত্রটাই যেন আলাদা। টিআরপির দশের তালিকায় থেকেও, স্লট লিড করেও নতুন ধারাবাহিকের জন্য আচমকাই বন্ধ করে দেওয়া হচ্ছে সিরিয়াল। ঠিক যেমন ‘জল থই থই ভালোবাসা’।

স্টার জলসার ‘জল থই থই ভালোবাসা’ টিআরপির এক থেকে দশের মধ্যে ছিল। এমনকি স্লট লিড করত তার পড়েও মাত্র ৯ মাসেই এই ধারাবাহিকের উপর কোপ পড়ল। যা অবাক করছে দর্শকদের। ধারবাহিকের বন্ধ হওয়া নিয়ে অবশেষে ক্ষোভ উগড়ে দিলেন ধারাবাহিকের নায়িকা অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

সিরিয়াল বন্ধের পর সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পোস্ট লেখেন, “‘কি হাস্যকর, এটা দেখে না লিখে পারলাম না। যেসমস্ত সিরিয়ালের TRP কম সেগুলো চলছে। আর আমরা টিআরপিতে এতটাই এগিয়ে আছি, স্লটলিডার, শেয়ার বেশি, তবু সেই সিরিয়ালকেই বন্ধ করে দেওয়া হল। এখানে হা হা হা হাসি ছাড়া আর কিছুই আসছে না।’

অভিনেত্রী অপরাজিতা আঢ্য