শত ব্যস্ততার মাঝেও শাশুড়ি মায়ের জন্মদিন পালন করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য

অভিনেত্রী অপরাজিতা আঢ্য

টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন তিনি। তার দেবী দুর্গার মতো রুপ এবং মোহময়ী হাসিতেই মুগ্ধ আট থেকে আশি। বড় পর্দা হোক বা ছোট পর্দা তার অভিনয়ের কোনও তুলনা হয় না। যেকোনো ধরণের চরিত্রেই তিনি সাবলীল। বর্তমানে বলিউডে পা রেখেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

অভিনেত্রী অপরাজিতা আঢ্য

নিজের কর্মজীবনের পাশাপাশি সাংসারিক জীবনেও রমণী অপরাজিতা। শত ব্যস্ততার মাঝেও পরিবারের সকলের যত্ন থেকে শুরু কোনও পারিবারিক অনুষ্ঠান একা হাতেই সামলায় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সম্প্রতি শাশুড়ি মায়ের জন্মদিন সেলিব্রেট করতে দেখা গেল অভিনেত্রীকে। ঘরোয়া ভাবেই পালন হল মায়ের জন্মদিন। 

অপরাজিতা আঢ্য

বরাবরই অপরাজিতা আঢ্য বলেন, “শ্বশুরমশাই ও শাশুড়ি মায়ের মধ্যে খুঁজে পান নিজের বাবা-মায়ের আদল”। শ্বশুরবাড়িতে ২১ জনের একান্নবর্তী পরিবারে সুন্দর মানিয়ে রয়েছেন এই অভিনেত্রী। এত বড় মাপের অভিনেত্রী হওয়া সত্ত্বেও বিন্দুমাত্র অহংকার নেই তার। শত ব্যস্ততার মাঝেও একজন আদর্শ মেয়ের মতোই মনে রেখেছেন শাশুড়ি মায়ের জন্মদিন। শাশুড়ি মায়ের জন্য প্রিয় চকলেট কেক এনে জন্মদিন সেলিব্রেট করলেন। শাশুড়ি মায়ের সঙ্গে তোলা ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লেখেন, “মায়ের জন্মদিন”। 

সূত্রঃ kolkatajournal . com/entertainment-news/bengali-serial/aparajita-adhya-celebrates-her-mother-in-laws-birthday-10270

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here