বড়পর্দা থেকে ছোটপর্দা সবেতেই তার জুড়ি মেলা ভার। হ্যাঁ, এখানে অভিনেত্রী অপরাজিতা আঢ্যের কথা বলা হয়েছে। একাধিক বাংলা ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়াও ঘরে ঘরে জি-বাংলার সঞ্চলনার ভূমিকায় তাকে দেখা যাচ্ছে।
তবে এবার বহুদিন পর আবারও ছোটপর্দায় ফিরলেন অপরাজিতা। সান বাংলায় জনপ্রিয় শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ সিজেন ২ এর মাসিক ফিনালেতে উপস্থিত থাকতে অভিনেত্রী।

এই শোয়ে ফিরে ভীষণ খুশি অভিনেত্রী। আজকাল ডট ইনকে অপরাজিতা জানান, “এই শোয়ে আসতে পেরে খুব ভাল লাগছে। শোয়ের লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। সুদীপ্তা দারুণ ভাবে শোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একটা শো কীভাবে সঞ্চালনা করতে হয় আমি সুদীপ্তার কাছ থেকেই শিখেছি। এখানে এসে অনেকদিন পর সুদীপ্তার সঙ্গে একসঙ্গে কাজ করার একটা সুযোগ হল। সব মিলিয়ে খুবই ভাল লাগছে।”
সূত্রঃ https://www . aajkaal . in/story/64824/aparajita-adhya-to-appear-as-a-gues-on-lakh-takar-lokkhi-labh

