এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন ছোটপর্দার জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক। হ্যাঁ, জগদ্ধাত্রী ধারাবাহিকে জনপ্রিয়তার পর এবার ছবিতে বড় সুযোগ মিলল অঙ্কিতার। তাও আবার কিংবদন্তী মহুয়া রায় চৌধুরীর ভূমিকায়। যা অঙ্কিতার কাছে স্বপ্নের মতো।
পরিচালক সোহিনী ভৌমিক এবার নায়িকার মহুয়া রায় চৌধুরীর র জীবন নিয়ে তৈরি করবেন ‘গুনগুন করে মহুয়া’। মহুয়ার জন্ম থেকে মৃত্যু পুরো জীবনের গল্প উঠে আসবে। মহুয়া রায় চৌধুরীর বায়োপিকের জন্য সুযোগ গিয়েছে ছোটপর্দার প্রথম সারির নায়িকা অঙ্কিতা মল্লিকের কাছে।
এত বড় কাজের সুযোগ যেন নিজেই বিশ্বাস করতে পারছেন না অভিনেত্রী। TV9 বাংলাকে অঙ্কিতা জানালেন, ”আমি উত্তেজিত আর নার্ভাস। সমস্ত অনুভুতি একসঙ্গে কাজ করছে। আমাকে এমন একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করার সুযোগ প্রযোজক রাণা সরকার দিয়েছেন, যিনি আমার মতোই প্রত্যেক সিনেমাপ্রেমী বাঙালির কাছে ভীষণ প্রিয়। এক কথায় স্বপ্নের নায়িকা। এই চরিত্রকে বড়পর্দায় ফুটিয়ে তোলার কাজটাও কঠিন। তবে সোহিনীদির পরিচালনায় চেষ্টা করব, দর্শক যাতে মহুয়া রায় চৌধুরীকে কিছুটা হলেও বড়পর্দায় ফিরে পান।”
শোনা যাচ্ছে, জগদ্ধাত্রী ধারাবাহিক শেষ হলেই এই কাজ শুরু করবেন মহুয়া। কিছুদিন ছোটপর্দা থেকে বিরতি নেবেন তিনি। এমনটাই জানিয়েছেন ছোটপর্দার জগদ্ধাত্রী।