“ওঁর স্মৃতি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে, দ্বিতীয় বিয়ের কথা কীভাবে ভাবব?” মুখ খুললেন প্রয়াত অভিনেতার স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়ের

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু এখনো মেনে নিতে পারছেন ন কেউ। ঠিক মেন মেনে নিতে পারছেন অভিনেতার স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। আনন্দ বাজার অনলাইনের এক সাক্ষাৎকারে স্বামীর মৃত্যুর পর মুখ খুললেন তিনি।

প্রয়াত অভিনেতার দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা জানান, “বাড়িটা খাঁ খাঁ করছে। হাজার চাইলেও তাকে দেখতে পাব না, স্পর্শ করতে পারব না! কণ্ঠস্বরটাও আর কানে বাজবে না। অদ্ভুত শূন্যতা ক্রমশ গ্রাস করছে যেন আমায়।

তার স্ত্রী আরও বলেন, “বিয়ের আগে থেকে আমরা পরস্পরকে চিনতাম, জানতাম। যখনই বিপদে পড়েছি, জয় ঢাল হয়ে এসে আগলেছে আমাদের। খুব নির্ভর করতাম ওর উপরে। এ বার আমি কার উপরে নির্ভর করব?”

অঙ্কিতা আরও যোগ করেন, “একা জয় নয়, ওর বাবা মানে আমার শ্বশুরমশাই যেন সাক্ষাৎ আমার নিজের বাবা। আমাদের বয়সের অনেকটা পার্থক্য। ওর এখন ৬২। আমার এখন ৩৩। শ্বশুরমশাই কোনও দিন এই ব্যবধান বুঝতে দেননি। যেমন বুঝতে দেয়নি জয়। অনেক ছোট আমি। কিন্তু খুব সম্মান দেখাত। আমিও সেটাও ফেরত দেওয়ার চেষ্টা করেছি। হয়তো ওর আন্তরিক ব্যবহার কোনও দিন বুঝতে দেয়নি, আমি ওর দ্বিতীয় স্ত্রী। অথচ আমার এটাই প্রথম বিয়ে। স্বামী-সংসার, শাশুড়ি, শ্বশুরমশাইয়ের গোয়েন্দা সংস্থার দায়িত্ব— সব আমার কাঁধে। মঙ্গলবার হঠাৎ করে একটি দায়িত্ব যেন কমে গেল! এখন আমার সঙ্গী জয়ের স্মৃতি, শাশুড়ি মা আর গোয়েন্দা সংস্থার দায়িত্ব। অনেকেই দ্বিতীয় বিয়ের কথা বলছেন। আমি দুঃস্বপ্নেও ভাবতে পারছি না। মাত্র একদিন আগে চলে গিয়েছে জয়। ওর স্মৃতি আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। এখনই কী করে দ্বিতীয় বিয়ের কথা ভাবব? যতই স্বামী না থাকুন, সংসার তো সেই রয়েই গেল।”

সুত্রঃ https://www . anandabazar . com/entertainment/ankita-banerjee-shares-her-memories-of-late-actor-husband-joy-banerjee-dgtl/cid/1628504