বাংলা ছবির জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অঞ্জনা বসু। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করেছেন। ‘বিজয়িনী’, ‘গানের ওপারে’, ‘মন মানে’, ‘পিলু’, একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।পিলু ধারাবাহিকে ‘মণি মা’ চরিত্রে বেশ ভালোই প্রশংসা পেয়েছিলেন।
সদ্য অভিনেত্রীর অভিনীত নতুন সিনেমা ‘দিলখুশ’ মুক্তি পেয়েছে এবং বক্স অফিসে ভালো সাফল্য অর্জন করেছেন। তবে জানেন কি এই ছবির শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন অঞ্জনা। প্রায় মৃত্যুর মুখে চলে গিয়েছিলেন তিনি। গুরুতর অসুস্থতার জন্যই ছোটপর্দা থেকে বিরতি নিয়েছিলেন বেশকিছুদিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, ‘আমি দুবার কোভিডে আক্রান্ত হই। দ্বিতীয় বার কোভিডের সঙ্গে ডেঙ্গু হয়েছিল। যার জন্য ফুসফুস, কিডনি সব নষ্ট হয়ে যায়”। অভিনেত্রী আরও জানান, এই অসুস্থতার শরীরের তার সুগার বাসা বাঁধে।
অঞ্জনা বসু বলেন “আমার জরায়ুতে একটা বড় আকারের টিউমার ছিল। বাঁচার আশা একেবারেই ছিল না। তবে ঈশ্বরের আশীর্বাদে বেঁচে ফিরে এসেছি। টিউমার অপারেশন করে বাদ দিতে হয়েছে”।
পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন তিনি আবার সিরিয়ালে ফিরছেন। খুব শীঘ্রই একটি নতুন ধারাবাহিকে শুটিং শুরু করবেন। অভিনেত্রী আবার ফিরে আসার খবরে বেজায় খুশি হয়েছেন অনুরাগীরা। দীর্ঘদিন পর আবার প্রিয় ‘মণি মা’কে পর্দায় দেখবেন দর্শক।