ফের ছোটপর্দায় ফিরছেন পিলু ধারাবাহিকের ‘মণি মা’ ওরফে অভিনেত্রী অঞ্জনা বসু

অঞ্জনা বসু

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। মা ও দুই ছেলের সম্পর্কের সমীকরণ প্রকাশ পেলেও ত্রিকোণ প্রেমের গল্পও ফুটে উঠবে এই মেগা ধারাবাহিকে। ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে এই মেগা। আসন্ন গল্পের হাত ধরেই ফের ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অঞ্জনা বসু।

গল্পে দুই ছেলের চরিত্রে অভিনয় করবেন সায়ন মুখার্জি এবং আর্য দাসগুপ্ত। নায়িকার চরিত্রে দেখা মিলবে অভিনেত্রী তানিষ্কা তিওয়ারির। তাদের মায়ের চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে। আসন্ন ধারাবাহিকের নাম আপাতত ঠিক না হলেও কথাবার্তা চূড়ান্ত হয়েছে।

বাংলা ছবির জগতে একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন অঞ্জনা বসু। পর্দায় কখনো তাকে মায়ের চরিত্রে আবার কখনো কড়া ধাঁচের শ্বাশুড়ির চরিত্রেই বেশি দেখা গেছে। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্রই দাপটের সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী।

‘বিজয়িনী’, ‘গানের ওপারে’, ‘মন মানে’, ‘পিলু’, একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। পিলু ধারাবাহিকে ‘মণি মা’ চরিত্রে বেশ ভালোই প্রশংসা পেয়েছিলেন।