গত ৩ রা মার্চ কন্যা সন্তানের জন্ম দেন ছোটপর্দার অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী। প্রথম পিতৃত্বের স্বাদে বিভোর ‘ফুলকি’ খ্যাত অভিনেতা সুদীপ সরকার। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেছে। সোশ্যাল মিডিয়ায় ঘরে ছোট লক্ষ্মী আসার সেই আনন্দের মুহূর্তের এক টুকরো ভিডিও ভাগ করে নিলেন অনিন্দিতা।
ভিডিওতে দেখা যাচ্ছে সন্তান আসার আগে থেকে সন্তান জন্ম নেওয়া পর্যন্ত আত্মীয় স্বজন এবং সুদীপের বাবা হওয়ায় কেঁদে ফেলার কিছু মুহূর্ত। সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রী লেখেন, “Ok. So I know, this video is very very personal, খুউব ব্যক্তিগত, খুউব কাছের একটা memory, তাও post করতে ইচ্ছে হলো, oh goodness ভাবতেই পারছিনা, এক সপ্তাহ মানে সাত সাতটা দিন পেরিয়েও গেলো আমার মা হওয়ার, আর আমাদের রানী আমাদের পরী আমাদের মেয়ে আমাদের জীবনে অদ্ভুত সব দারুন দারুন দিন নিয়ে আসতে শুরু ও করে দিয়েছে।
বাবা রোজদিন emotinal হয়ে কাঁদে সেই শুরুর দিন থেকে, এক মুখ হাসি নিয়ে সব্বাই কে বলে “আমাদের মেয়ে হয়েছে, মেয়ে” গোটা আট মাস ধরে বাবা মা কাকু কাকিমা দিদা দাদু মাসি পিসি মামা সবাই খালি বলে গেছে পরী আসবে, রাজা আসবে, রানী আসবে, রাজকুমার আসবে, কিন্তু যে যাই বলুক বাবার মেয়ে আর না এসে পারেনি, সবাই এত্ত অবাক হয়ে খালি কেঁদেছে, হাত তালি দিয়েছে, খুব ভালোবেসেছে, ভালোবেসে যাচ্ছে, ভালোবেসে যাবে❤️🧿 আমাদের মেয়ে হয়েছে রে, মেয়ে ❤️। আর এই অসম্ভব সুন্দর video টা তুলেছে এবং বানিয়েছে @peeeesto._._ মামা বা শুধু peestoooo 🤗 আর @ghosh.gourav মামা কেও thnkoooooo।”
View this post on Instagram