অভিনয় জগত থেকে সাময়িক বিরতি নিলেন স্টার জলসার এই জনপ্রিয় অভিনেত্রী

অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী

বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। বেশিরভাগ স্টার জলসার ধারাবাহিকেই তাকে কাজ করতে দেখা যায়। বর্তমানে অভিনয় করছেন স্টার জলসার ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে। তবে এই মুহূর্তে প্রেগন্যান্ট তিনি।

৮ মাস গর্ভবতী অবস্থায় চুটিয়ে কাজ করেছেন। কিছুদিন আগেই তেঁতুলপাতা শুটিং সেট থেকে তাকে সাধ খাওয়ানো হয়েছিল। এত ভালোবাসা পেয়ে চোখে জল চলে এসেছিল তার। অভিনেত্রী জানিয়েছেন সহ-কর্মী আর গোটা ইউনিটের সহায়তা থাকায় গর্ভবতী অবস্থায় কাজ করতে পেরেছেন।

অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী

মার্চ মাসের মাঝামাঝি ভূমিষ্ঠ হবে অনিন্দিতার সন্তান। তাই হাতে এক মাসও নেই এবার বিশ্রামের পালা। তাই অভিনয় জগত থেকে কিছুদিনের বিরতি নিলেন অভিনেত্রী। তেঁতুলপাতা ধারাবাহিক ছাড়ছেন না বরং সাময়িক বিরতি নিয়েছে। সন্তান জন্মের কিছুদিনের মধ্যেই আবার অভিনয় জগতে ফিরবেন অনিন্দিতা।