বিনোদন জগতের দুই জনপ্রিয় তারকা দম্পতি হল অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও অভিনেতা সুদীপ সরকার। দুজনেই বাংলা টেলি দুনিয়ার জনপ্রিয় মুখে। সুদীপ অভিনয় করছেন ফুলকি ধারাবাহিকে আর অনিন্দিতা রয়েছেন তেঁতুলপাতা ধারাবাহিকে।
সন্তান জন্মের পর থেকে তেঁতুলপাতা ধারাবাহিক থেক সাময়িক বিরতিতে রয়েছেন অভিনেত্রী। মেয়ের জন্মের পর থেকে তার মুখ প্রকাশ্যে আনেনই অনিন্দিতা আর সুদীপ। যদিও অনিন্দিতা ঘোষণা করেছিলেন খুব শীঘ্রই মেয়ের ছবি শেয়ার করবেন তারা।
নববর্ষের দিনে সকাল সকাল মেয়ের ফটোশুটের ছবি শেয়ার করলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী এবং সুদীপ। লাল আর সাদার কম্বিনেশনে ফ্রকে মেয়েকে সুন্দর করে সাজিয়েছে। ছোট্ট হাত, ছোট্ট ছোট্ট পা দেখা যাচ্ছে যেন ডল পুতুল। এদিন মেয়ের নামও ঘোষণা করেন। মেয়ের নাম রেখেছেন তিষ্যা।
এক গুচ্ছ ছবি শেয়ার করে অনিন্দিতা লেখেন, ‘আমাদের মেয়ে তিষ্যা…..তিষ্যা এবং পরিবারের পক্ষ থেকে সকলকে নববর্ষের আনন্দ, শান্তি, শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা ও শুভ কামনা।’
View this post on Instagram