সুখবর! মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী, কোন সিরিয়ালে?

অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী

মার্চ মাসেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। যিনি একাধিক বাংলা সিরিয়ালে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল স্টার জলসার তেঁতুলপাতা ধারাবাহিকে।

ডেলিভারির কিছুদিন আগে থেকেই কর্মজীবন থেকে বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। মেয়ের বয়স ২ মাস হতেই সুখবর দিলেন। আবার কাজে ফিরতে চলেছেন। কোন সিরিয়ালে?

খুব সম্ভবত আবার পুরনো চরিত্রেই দেখা মিলবে তার। হ্যাঁ, তেঁতুল পাতা ধারাবাহিকে আবারও পিসি চরিত্রে দেখা যেতে পারে।

যেহেতু গর্ভাবস্থায় টানা কাজ করেছেন তাই তিনি মনে করেন কোনও সমস্যা হবে না। আর তিনি শারীরিক দিয়েও ফিট। তাই বাড়িতে সময় না কাটিয়ে কাজে ফিরতে চান।