আর মাত্র কয়েকটা দিন! মা হওয়ার আগে পরিবারের সাথে জন্মদিন পালন করলেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী

অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী

মার্চেই ঘরে আসছে নতুন অতিথি! হাতে মাত্র গোনা কয়েকটা দিন তার আগেই পরিবারের সাথে নিজের জন্মদিন উদযাপন করলেন তেঁতুলপাতার অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী।

অভিনেতা সুদীপ সরকার তার স্ত্রী জন্মদিনে সুন্দর সারপ্রাইজ দেন। সুন্দর কেক আর গোলাপ দিয়ে সুন্দর ভাবে স্ত্রীর জন্মদিন উদযাপন করেন। স্বামী আর পরিবারের বাকিদের পাশে রেখেই কেক কেটে নিজের বিশেষ দিনটি সেলিব্রেট করেন হবু মা।

স্ত্রী জন্মদিনের ছবি শেয়ার করে সুদীপ লেখেন, ‘আজকে আমার জীবনের ক্যাপ্টেন মার্ভেল এর জন্মদিন। যিনি নানারকম মিরাকল করে আমার জীবনটাকে এক্কেবারে বদলে দিয়েছেন। আমার, মা, বাবার অগোছালো এই সংসারটাকে যিনি প্রকৃত অর্থে “বাড়ি ‘ বানিয়েছেন তার জন্মদিনে তাকে অনেক আদর। আর ভগবানের কাছে শুধু শুধুমাত্র তার সুস্থতা কামনা । অনিন্দিতা রায়চৌধুরী খুব ভালো থাক আর সবাইকে এভাবেই বেঁধে রাখ। অনেক অনেক আদর❤️❤️❤️❤️।”