বছর শুরুতেই সুখবর জানালেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরি। বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী তিনি। একাধিক বাংলা ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন ধুলোকণা ধারাবাহিকে।
২০২২ সালে অভিনেতা সুদীপ সরকারকে বিয়ে করেন অনিন্দিতা। বিয়ের দুই বছর পর সুখবর জানালেন তারকা দম্পতি। বছরের প্রথমদিনেই ভাগ করে নিলেন সুখবর।
খুব শীঘ্রই নতুন অতিথি আসতে চলেছে। বাবা মা হতে চলেছে সুদীপ-অনিন্দিতা। একটি ফটোর মাধ্যমে সন্তান লাভের সুখবর শেয়ার করেন। কার্ডে লেখা মার্চ অর্থাৎ মার্চ মাসেই ভূমিষ্ঠ হবে তাদের সন্তান।
View this post on Instagram