‘পরিষ্কার-পরিচ্ছন্ন না হলেও সমস্যা নেই আমিও স্নান করি না’…জীবনসঙ্গী নিয়ে একি বললেন অভিনেত্রী অন্বেষা হাজরা

অভিনেত্রী অন্বেষা হাজরা

ছোটপর্দায় আনন্দী ধারাবাহিকে কাজ করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা। বহুদিন ধরে এউ ইন্ডাস্ট্রিতে রয়েছেন। এর আগে সন্ধ্যাতারা, এই পথ যদি না শেষ হয়, চুন্নি পান্না র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।

তবে এবার অভিনেত্রীর একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। ভিডিও দেখে অবাক হচ্ছেন নেটিজেনরা। জীবনসঙ্গিনী নিয়ে একি উত্তর দিলেন অন্বেষা?

সম্প্রতি তার সহ-অভিনেত্রী শুটিংয়ের ফাঁকে একটি ভিডিয়ো পোস্ট করেন। যেখানে তিনি  অন্বেষাকে জিজ্ঞেস করেন কেমন জীবনসঙ্গী তিনি চান? উত্তরে অন্বেষা বলেন “একটি গুণই চাই বর যেন বিশ্বস্ত হন। মানে, সম্পর্কের প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য রাখবেন।  সারাদিন এক শালিক দেখছি জানিনা বললে কি হবে, কিন্তু আমার একটাই গুণ চাই– সে যেন লয়াল হয়।”

তার সহ-অভিনেত্রী তাকে জিজ্ঞেস করেন  সেই লয়াল পাত্র আবার যথেষ্ট পরিষ্কার-পরিচ্ছন্ন না হন, তবে কী হবে? উত্তরে অন্বেষা বলেন, “সেটা না হলেও চলবে কারণ আমি শীতকালে নিজেই নিয়মিত স্নান করতে পছন্দ করি না।” আসলে পুরোটাই মজার ছলে তিনি বলেছেন। নিছক মজা করার জন্যই এই ভিডিও পোস্ট করেন তার সহ-অভিনেত্রী।