দীর্ঘদিন পর ফের ছোটপর্দায় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়

বাংলা বিনোদন জগতের একজন খ্যাতনামা অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়। ‘সুবর্ণলতা, ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ ধারাবাহিকে অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান। শুধু সিরিয়াল নয়, বড়পর্দায়ও প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

তবে এবার দীর্ঘদিন পর ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী। তাকে ছোটপর্দায় দেখার জন্য বহুদিন ধরেই অপেক্ষা করে রয়েছেন দর্শক।

না কোনও সিরিয়ালে তাকে দেখা যাবে না, বরং পয়লা বৈশাখের বিশেষ পর্বে জি-বাংলার রান্নাঘরে হাজির থাকবেন অভিনেত্রী। তাকে দেখে বেশ খুশি হয়েছে দর্শকেরা। বেশ কিছু ছোটপর্দার অভিনেত্রীরা থাকবেন এদিন।