ফের বড়পর্দায় অভিনেত্রী অনন্য চট্টোপাধ্যায়। ছবির নাম ‘অন্নপূর্ণা’। পরিচালনায় রয়েছেন অংশুমান প্রত্যুষ। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন অনন্যা। পাশাপাশি রয়েছেন দিতিপ্রিয়া রায় এবং ঋষভ বসু।
এবার বড়পর্দায় মা হিসাবে দেখা যাবে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রীকে। গল্পে মায়েদের শ্রদ্ধা জানাতেই আসছে অনন্যা। গল্পে দিতিপ্রিয়ার মায়ের চরিত্রে অভিনয় করবেন অনন্যা।
শোনা যাচ্ছে ১৮ ই এপ্রিল মুক্তি পাবে এই ছবি। ‘অন্নপূর্ণা’-এ ছবিতে অর্ণ মুখোপাধ্যায়, সুস্মিতা চট্টোপাধ্যায়, অনুষা বিশ্বনাথন ও শান্তিলাল মুখোপাধ্যায়ের মতো একাধিক জনপ্রিয় মুখ রয়েছে।