“চিরসখা’র গল্প একেবারেই জগাখিচুড়ি হয়ে গেছে…মেনে নেওয়া যাচ্ছে না”, লীনা গাঙ্গুলীর সিরিয়াল নিয়ে বিরক্তি প্রকাশ অভিনেত্রী অনামিকা সাহার

অনামিকা সাহা

বর্তমান প্রজন্মে বাংলা সিরিয়ালের গল্প গুলি প্রথমে ঠিক থাকলেও সময়ের সাথে সাথে গল্পের মাথামুন্ডু বোঝা বড় দায়। সিরিয়ালের গল্প নিয়ে এরআগেও অনেকে অনেক কথা বললেও এবার এই বিষয়ে সরাসরি মুখ খুললেন অভিনেত্রী অনামিকা সাহা।

বর্তমানে লীনা গাঙ্গুলীর লেখায় স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকের গল্প নিয়ে শুরু হয়েছে চর্চা। চিরসখা’র গল্প নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন অভিনেত্রী অনামিকা। এমনকি গল্পের লেখিকা লীনা গাঙ্গুলীকে কটাক্ষ করলেন তিনি।

এই প্রসঙ্গে অনামিকা জানিয়েছেন, “চিরসখা ধারাবাহিকের গল্প এখন একেবারেই জগাখিচুড়ি হয়ে গেছে। আগে লীনা গাঙ্গুলীর ধারাবাহিকের কথা ভেবেই মনে করেছিলাম একটি ভালো কাজ হবে, কিন্তু এখন দেখছি গল্পের ধারা যেন একেবারেই মেনে নেওয়া যাচ্ছে না।”

তিনি আরও বললেন, “বর্তমান বাংলা ধারাবাহিকগুলো মূলত প্রেমভিত্তিক হয়ে গেছে। গল্পের নানা মোড় যেন বাস্তবতার সঙ্গে মিলছে না।”

অভিনেত্রীর কথাতেই স্পষ্ট যে ধারাবাহিকের গল্প তার মোটেই পছন্দ নয়। এমনকি বাংলা সিরিয়ালের গল্পের কারনেই অভিনেত্রীর ধারাবাহিকে ফেরার কোন ইচ্ছাই নেই।

অনামিকার দাবি, বাংলা ধারাবাহিকের গল্প যেন আরও স্বচ্ছন্দ ও বাস্তবমুখী হয়। প্রেম-ভালোবাসার পাশাপাশি সম্পর্কের মান ও সামাজিক বিষয়গুলোও যেন গল্পে ফুটে ওঠে তবেই সেই ধারাবাহিক দর্শকের মন জয় করতে পারবে এমনটাই মনে করেন অনামিকা সাহা।

সুত্রঃ https : // tollygossip. com/