২৮ বছরে পা দিলেন ছোটপর্দার হিয়া ওরফে অভিনেত্রী অনামিকা চক্রবর্তী। গতকাল অর্থাৎ ২৫ শে মার্চ ছিল অনামিকার শুভ জন্মদিন। জন্মদিনের মধ্যেরাত থেকেই অনামিকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।
অনামিকার জন্মদিনে নিজের ইনস্টাগ্রাম পেজে স্ত্রীকে মিষ্টি শুভেচ্ছা বার্তা দিলেন স্বামী উদয় প্রতাপ সিং। যাকে এই মুহূর্তে আপনারা পরিণীতা ধারাবাহিকে রায়ান চরিত্রে অভিনয় করতে দেখতে পারছেন।
উদয় অনামিকার দুটি ছবি কোলাজ করে লেখেন, “আমার জীবনে সবথেকে কিউট ব্যক্তিটিকে জন্মদিনের শুভেচ্ছা। তোমার যত ভালো আছে, তা দিয়ে পৃথিবীকে আলোকিত করো।”
প্রসঙ্গত, রাজযোটক ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করেছিলেন অনামিকা। প্রথম ধারাবাহিকেই মিলেছিল তুমুল জনপ্রিয়তা। এরপর এখানে আকাশ নীল ধারাবাহিকে হিয়া চরিত্রে সাফল্য পান। এরপর অভিনেত্রীকে আর ঘুরে তাকাতে হয়নি। সিরিয়ালের পাশাপাশি বড়পর্দায় কাজ করেছেন। তাকে ছোটপর্দায় সর্বশেষ মিঠিঝোরা ধারাবাহিকে দেখা গিয়েছিল।
View this post on Instagram