ছোট পর্দা থেকে বড় পর্দায় চ্যালেঞ্জিং চরিত্র, কতটা সফল অভিনেত্রী অনামিকা চক্রবর্তী?

অভিনেত্রী অনামিকা চক্রবর্তী

এখানে আকাশ নীলের ‘হিয়া ও উজানের’ জুটি এখনো মানুষের মনে গাঁথা। তাদের ভক্তরা তাদের নতুন নাম রেখেছেন ইয়ান। সদ্য শেষ হয়েছে অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবং  শন বন্দ্যোপাধ্যায়ের অভিনীত সিরিয়াল এখানে আকাশ নীল।

এর আগে ‘রাজযোটক’, ‘ফুলমণি’ ধারাবাহিকে অভিনয় করেছেন অনামিকা চক্রবর্তী । তবে ‘এখানে আকাশ নীল’ ধারাবাহিকে তার অভিনয় তাকে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছে। এবার ছোট পর্দা থেকে বড় পর্দায় অভিনয় করছে সবার প্রিয় হিয়া।

এখানে আকাশ নীলে ধারাবাহিকে একটি মিষ্টি মেয়ে হিয়ার চরিত্রে অভিনয় করেছেন অনামিকা। হিয়া মেডিক্যাল পড়ার জন্য গ্রাম থেকে শহরে আসে। আর শন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ চরিত্রে উজান ছিলেন শহরের টিউলিপ হাসপাতালে হার্টের ডাক্তার। ধারাবাহিকে রাশভারী উজান সাথে মিষ্টি প্রেমের কাহিনীতে দেখা গেছে অনামিকা চক্রবর্তীকে।

ছোট পর্দায় মিষ্টি মেয়ের চরিত্র থেকে বড় পর্দায় চ্যালেঞ্জিং চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এতা সত্যিই অনামিকার কাছে বড় চ্যালেঞ্জ। এই বড় চ্যালেঞ্জে সফল হতে পারবে কিনা তাও তো ছবি মুক্তির পর দর্শক বলবেন।

ছবির নাম ‘ইস্কাবন’। পরিচালক মনদীপ সাহা। অভিনেত্রী অনামিকা চক্রবর্তী রয়েছেন লিড রোলের ভুমিকায়। অভিনেত্রী জানান, এরকম একটা চরিত্রের মুখোমুখি তিনি এই প্রথম। তাই ভয় হওয়াটা স্বাভাবিক। এটা আমার কাছে একটি বড় চ্যালেঞ্জ। ‘মাওবাদী সমাজ ও জঙ্গলমহলে আধা সেনার অভিযানের একটি সুন্দর প্রেমের গল্প বলবে ইস্কাবন।

এখন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী প্রথম সিনেমা কতটা সাফল্য পাবে, তা দেখার জন্য অধীর আগ্রহে বসে রইছেন তার ভক্তরা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here