যোগ্যতা থাকলেও বাংলায় কদর নেই! অন্য রাজ্যে নতুন সুযোগ অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর

অনামিকা চক্রবর্তী

ছোটপর্দায় একসময় চুটিয়ে কাজ করলেও মোটা চেহারার জন্য বর্তমানে আর পর্দায় সেভাবে দেখা মেলে না অভিনেত্রী অনামিকা চক্রবর্তী’র। শেষবার জি বাংলার ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে অল্প কিছুদিনের জন্য দেখা গিয়েছিল অনামিকাকে।

মানসিক চিন্তা ও শারিরীক অসুস্থতার কারণে আগের থেকে ওজন অনেকটাই বেড়ে গিয়েছে অনামিকার। সেই কারণেই পছন্দমত চরিত্রের প্রস্তাব পাননা অনামিকা?

নিজের রাজ্যে কাজের অভাব, তাই অন্য রাজ্যে নতুন চমক অনামিকার। সম্প্রতি সমাজমাধ্যমে নিজেই তা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। একটি ছবি পোস্ট করেছেন অনামিকা যেখানে দেখা যাচ্ছে, ত্রিপুরা রাজ্যের একটি বড় পোস্টার। যেখানে রয়েছে অনামিকারই ছবি।

তাতে অনামিকা লিখেছেন, ‘এতদিন ধরে পোস্টারে নিজেকে দেখেছি বলে এর আগে মনে পড়ে না, আমি দারুণ খুশি।’ এই মুহূর্তে কলকাতা শহরে কোনও পোস্টারে অনামিকাকে দেখা না গেলেও এবার ত্রিপুরাবাসীরা এই পোস্টারে রোজ দিনই দেখতে পাচ্ছেন অনামিকাকে। মন খারাপের মাঝেও এই পোস্টটা দেখে বেজায় খুশি অভিনেত্রী।

অনামিকা চক্রবর্তী