অপর্ণার হবু শাশুড়ি চরিত্রে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এন্ট্রি নিচ্ছেন অভিনেত্রী অলোকপর্না গুহ

'চিরদিনই তুমি যে আমার'

জি-বাংলার মেগা ধারাবাহিকগুলির মধ্যে নিয়মিত চর্চায় উঠে আসছে যেই ধারাবাহিকটির নাম সেটা হল ‘চিরদিনই তুমি যে আমার’। অভিনেতা জিতু কমল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের অভিনীত এই মেগা ঘিরে প্রথম থেকেই দর্শকের উন্মাদনা তুঙ্গে।

তবে ধারাবাহিকের বর্তমান ট্র্যাক নিয়ে একটি হতাশ রয়েছেন ধারাবাহিকের দর্শকেরা। কারণ কিছুদিন আগেই আর্য নিজের মনের কথা জানিয়েছে অপর্ণাকে। তাই দর্শকেরা আশা করেছিলেন আর্য-অপর্ণার প্রেম আলাপ পর্ব। তবে দর্শকের সেই আশায় একেবারেই জল ঢেলে দিয়েছেন নির্মাতারা। ইতিমধ্যে ধারাবাহিকে এন্ট্রি হয়েছে নতুন নায়ক ডাক্তার হিন্দোল। অপর্ণার বাবার অসুস্থতায় আর্য-অপর্ণার প্রেম এমনিতেই ভেস্তে গেছে।

এবার আবারও নতুন ট্র্যাক আসতে চলেছে পর্দায়। খুব সম্ভবত ডাক্তার হিন্দোলের সঙ্গে অপুর বিয়ে ঠিক করবেন অপর্ণার বাবা-মা। হয়তো চাপে পড়ে সেই বিয়ে করতে রাজী হবে অপর্ণা। ধারাবাহিকের ট্র্যাক তেমনটাই ইঙ্গিত দিচ্ছে।

এসবের মাঝে সামনে এলো আরও এক খবর। আরও এক নতুন চরিত্র এন্ট্রি হতে চলেছে ধারাবাহিকে। ডাক্তার হিন্দোলের মা এন্ট্রি নেবেন গল্পে। আর এই চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী  অলোকপর্না গুহ। চরিত্রের নাম “সর্বাণী”। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানিয়েছেন অভিনেত্রী।

অলোকপর্না গুহ শুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন ছবিটি অপর্ণার বাড়িতে তল, ছবিতে দেখা যাচ্ছে অপর্ণার বাড়ি ফুল দিয়ে সুন্দর ভাবে সাজানো। খুব সম্ভবত এবার ডাক্তার হিন্দোল আর অপর্ণার বিয়ের ট্র্যাক আসছে। আর অপর্ণার হবু শাশুড়ির চরিত্রেই এন্ট্রি নিচ্ছে অলোকপর্না। ছবি দেখে আপাতত এমনটাই মনে করছেন দর্শকেরা।