বিয়ের পর প্রথম পর্দায় কামব্যাক করলেন ‘আয় তবে সহচরী’র ঝুমকি

অভিনেত্রী অলকানন্দা গুহ রায়

অভিনেত্রী অলকানন্দা গুহ রায়, ছোটপর্দার এক জনপ্রিয় মুখ। তাকে শেষ দেখা গিয়েছিল ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে বরফি’র কাকার মেয়ে ঝুমকি চরিত্রে। যদিও মাঝপথে ধারাবাহিক ছেড়ে দিয়েছিলেন। এরপর বিয়ে সারেন অভিনেত্রী।

বিয়ের পর গুচ্ছিয়ে সংসার করছিলেন। তাই অভিনয় জগত থেকে কিছু সময়ের জন্য বিরতি নিয়েছেন। তবে আবারও পর্দায় কামব্যাক করলেন ‘আয় তবে সহচরী’র ঝুমকি ওরফে অলকানন্দা গুহ রায়।

স্টার জলসার মেগা ধারাবাহিক ‘নবাব নন্দিনী’তে সদ্য এন্ট্রি নিয়েছেন এই অভিনেত্রী। তাঁর চরিত্রের নাম ‘বুনো’। গতকালকেই ধারাবাহিকে তাকে দেখানো হয়েছে। দীর্ঘদিন পর আবার অভিনেত্রীকে পর্দায় দেখে খুশি তাঁর ভক্তরা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here