মেয়ের পর নিজে ক্যান্সার আক্রান্ত জানেন না শিখা দেবী! মাকে আগলে বড় কন্যা

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা

দুবার ক্যান্সার আক্রান্ত হয়েও জয়ী হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। স্বাভাবিক জীবনে ফিরেও আচমকাই ব্রেন স্ট্রোক মারা যান। লড়াকু মেয়েটির অকালে মৃত্যুর খবর গোটা ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছিল। অভিনেত্রীর মৃত্যুতে ভেঙে পরেছিলেন তার পরিবারের মানুষেরা এবং প্রেমিক সব্যাসাচী।

ঐন্দ্রিলার মৃত্যুর পর তার মা শিখা দেবী চতুর্থ বার ক্যান্সার আক্রান্ত। মাকে আগলে রেখেছেন বড় কন্যা ঐশ্বর্য শর্মা। এই সময় অনলাইনকে ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য জানান, ‘মা শারীরিক এবং মানসিক দু’ভাবেই ভেঙে পড়েছেন। এখন যদি আবার মাকে জানাই যে, তোমার ক্যান্সার হয়েছে, সেটা মেনে নিতে পারবেন না। এমনিতেই বোন চলে যাওয়ার পর থেকে মা ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়েছেন। এই খবরটা দিলে মা কী ভাবে রিয়্যাক্ট করবেন, আমি জানি না।’

কিছুদিন আগে প্রচণ্ড পেটের জন্য ঐন্দ্রিলার মাকে মুর্শিদাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়। ব্যথা না কমায় কলকাতায় বেসরকারি হাসপাতালে আনা হয়। ৯-১০ ঘণ্টার অস্ত্রোপচার হওয়ার পর বায়োপসি রিপোর্টে জানা যায় শিখা দেবী আবার ক্যান্সারে আক্রান্ত।

এই মারণরোগ বোনকে কেড়ে নিয়েছে। তাই মাকে হারাতে চান না ঐশ্বর্য। তিনি নিজেও একজন চিকিৎসক। তাই নিজের ডিউটি সেরে বাকি সময়টা মায়ের দেখাশুনোয় ব্যস্ত। ঐশ্বর্য আরও জানান, বাবা যখন বাড়ি থাকছেন, আমি ডিউটিতে আসছি। আমাকে তো কাজও করতে হবে। তবে বাবার একটা সাপোর্ট আছে বলেই সবটা সামলাতে পারছি।’