মায়ের অমতেই গোপনে বিয়ে সেরে ফেলেছেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা ওরফে অহনা দত্ত

অহনা দত্ত

নতুন বছরেই গুড নিউজ শেয়ার করলেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা ওরফে অহনা দত্ত। একটা সময় মায়ের অমত থাকায় মায়ের সঙ্গে সম্পর্কের পাঠ চুকিয়ে দীপঙ্কর রায়ের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী। আর এরজন্য তাকে কম কটাক্ষ সহ্য করতে হয়নি।

তবে এতদিন সকলেই জানত দীপঙ্কর রায় অহনার লিভ ইন পার্টনার, তবে একথা যে সত্যি নয়, বছর শুরুতে এই সুখবরটাই সবার সঙ্গে ভাগ করে নিলেন অহনা। ২০২৩ সালের ১৩ ডিসেম্বরই বিয়েটা সেরে ফেলেছিলেন এই জুটি। প্রায় এক বছর গোপনেই রেখেছিলেন এই খবর।

এদিন ফেসবুক পেজে নিজের গোপনবিয়ের ভিডিয়ো শেয়ার করে সকলকে চমকে দেন অহনা। সঙ্গে লেখেন, ‘প্রায় এক বছর আগে আমরা রেজিস্ট্রি করি। একটা ৬৫০ স্কোয়ার এর ভাড়ার ফ্ল্যাটকে আমাদের ওয়েডিং ভেনু বানাই এবং সাথে থাকে দীপঙ্করের পরিবারের সকলে। ওর মা তখন জীবিত এবং উনি সেইদিন সবথেকে বেশি আনন্দে কেঁদেছিলেন।’

বিয়ের দিনে খয়েরি পাড় তসর রঙ কাঞ্জিভরমে দেখা মিলল অহনার। অন্যদিকে অফ হোয়াইট পাঞ্জাবি আর চোস্তায় বরবেশে সেজেছিলেন দীপঙ্কর। আইনিভাবে বিয়ে হলেও মালা-বদল, সিঁদুর দান সবটাই পালন করেন দুজনে।

 

View this post on Instagram

 

A post shared by @the_ahona_dutta_official

অনুরাগের ছোঁয়ার সেটেই আলাপ দুজনের। পেশায় একজন মেকআপ আর্টিস্ট দীপঙ্কর। বিয়ের দিনের স্মৃতিতে অহনা আরও লেখেন, ‘আমরা আমাদের মতো করে কিছু ছোট ছোট নিয়ম সেরেছিলাম, বিরিয়ানি খেয়েছিলাম দুপুরে, অফিসিয়্যালি ম্যারেড স্টেটাস পেয়েছিলাম। তারপর একটা পুরো বছর কেটে গেল, আমার আর দীপঙ্করের মধ্যে বদলায়েনি কিছুই, হ্যাঁ একটু খুনশুটি আর ভালোবাসা টা বেরে গেছে এই যা।’

 

View this post on Instagram

 

A post shared by @the_ahona_dutta_official