বিয়ের ২ বছরের মাথায় সুখবর দিলেন ‘অনুরাগের ছোঁয়া’র মিশকা ওরফে অভিনেত্রী অহনা দত্ত

 অভিনেত্রী অহনা দত্ত

২০২৩ সালের ১৩ ডিসেম্বর আইনি মতে প্রেমিক দীপঙ্করের সাথে বিয়ে সেরেছিলেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মিশকা ওরফে অভিনেত্রী অহনা দত্ত। যদিও নিজেদের বিয়ের কথা লুকিয়ে রেখেছিলেন তারা। ২০২৫ শে বছরের শুরুতেই বিয়ের খবর সামনে এনেছিলেন।

দেখতে দেখতে প্রায় ২ বছর কেটে গেছে অহনা আর দীপঙ্করের দাম্পত্য জীবন। এবার সুখবর ঘোষণা করলেন তারা। মা হতে চলেছেন অভিনেত্রী অহনা দত্ত। হ্যাঁ, সামাজিক মাধ্যমে বেবিবাম্পের ছবি শেয়ার করে নিজেই সেই সুখবর জানালেন।

আগস্ট মাসেই ঘরে আসছে নতুন সদস্য। দুই থেকে তিন হতে চলেছে দীপঙ্কর আর অহনা। সমুদ্র সৈকতের সামনে দাঁড়িয়ে নিজের বেবিবাম্পের ছবি শেয়ার করে ছোটপর্দার মিশকা লেখেন, “আমাদের উজ্জ্বল তারা আগস্ট মাসেই আসছে।’

অভিনেত্রী পোস্ট দেখে সকলেই অবাক হয়েছেন। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সহ-কর্মীরা এবং অনুরাগীরা অহনাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by @the_ahona_dutta_official