শাশুড়ির মৃত্যুর এক বছরের মাথায় ফের কাছের মানুষকে হারালেন ছোটপর্দার মিশকা ওরফে অভিনেত্রী অহনা দত্ত। এবার প্রায়ত অভিনেত্রী দিদা। সেই দুঃসংবাদ শেয়ার করে নিয়েছে অভিনেত্রীর মা চাঁদনী।
মাকে হারিয়ে অহনা ফেসবুকে লেখেন, ‘যে যন্ত্রণা নিয়ে তুমি চলে গেলে, আমি সেই যন্ত্রণা নিয়েই তিলে তিলে বাঁচব। কারণ আমি নিশ্চয়ই খুব পাপ করেছি, তা না হলে বিনা কারণে বাঁচতে হতো না।’
স্বামী দীপঙ্করের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর বহুদিন মা আর দিদার সঙ্গে কোন যোগাযোগ নেই অহনার। ছোট বেলায় অহনার মা মারা যাওয়ার পর তার মা দিদা-দাদু’র কাছে নিয়ে আসে। মায়ের পাশাপাশি দাদু আর দিদা আগলে রেখেছিল অহনাকে। যদিও দিদার মৃত্যু নিয়ে অহনা এখনো মুখ খোলেননি।