বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন অদিতি ঘোষ। এই মুহূর্তে তিনি ছোট পর্দার দর্শকদের কাছে রোশনাই সিরিয়ালের মিষ্টু নামেই পরিচিত। বৌমা একঘর, গাঁটছড়া, কোন গোপনে মন ভেসেছে এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন অদিতি।
বিভিন্ন শেডের চরিত্রে প্রত্যেকবারই তাঁর অভিনয় মন জয় করে নিয়েছে বাংলা সিরিয়াল প্রেমীদের। এতদিন পার্শ্বচরিত্রে অভিনয় করলেও এই প্রথমবার নায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে।
না বাংলা ধারাবাহিকে নয়, অর্পণ বসাক পরিচালিত আসন্ন ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে থাকবেন অদিতি। এই প্রথমবার মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে স্বাভাবিক ভাবেই বেজায় খুশি অভিনেত্রী।
অভিনেত্রী অদিতি ঘোষের তরফ থেকে জানা গেছে, তার নতুন সিরিজের নাম ‘পাশে আছি’। এই সিরিজে অদিতি ছাড়াও দেখা মিলবে ‘নিম ফুলের মধু’র জেঠু তথা অভিনেতা সুব্রত গুহ রায়কে। এছাড়াও থাকবেন ফুলকি ধারাবাহিকের দেবমাল্য। পাশাপাশি কিছু নতুন মুখ থাকতে চলেছে এই সিরিজে।