বর্তমানে ‘পরিণীতা’ ধারাবাহিকে রায়ান-পারুল ছাড়াও দুর্দান্ত অভিনয়ে দর্শকের মন জিতেছেন ‘রায়ানের দাদু’ ওরফে সুব্রত গুহ রায়। পর্দায় অভিনেতাকে যেমন চরিত্রেই দেখা যাক না কেন বাস্তবে কিন্তু খুবই ভালো একজন মানুষ সুব্রত বাবু।
তবে আচমকাই সুব্রত বাবুর আসল রুপ ফাঁস করলেন অভিনেতার স্ত্রী। জনসমক্ষে অভিনেতার বিপক্ষে জানালেন সুব্রত বাবুর সঙ্গে নাকি একেবারেই সংসার করা যায় না। সংসার করার যোগ্যই নন সুব্রত।
হঠাৎ করে কেন এমন অভিযোগ করলেন অভিনেতার স্ত্রী? স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ঝামেলার কারনেই কি সুব্রত বাবুর উপর রেগে চড়াও হলেন অভিনেতার স্ত্রী।
আসলে পুরো ঘটনাটা একেবারেই সিরিয়াস কিছু নয়। কিছুদিন আগে স্ত্রীকে নিয়ে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসেছিলেন। সেখানেই সুব্রত বাবুর স্ত্রীকে জিজ্ঞাসা করা হয় তিনি কেমন মানুষ। সুব্রত বাবু সম্পর্কে তার স্ত্রী জানান, অভিনেতা মজার মানুষ কিন্তু তার সঙ্গে সংসার করাটা একটু চাপের।
কারণ তিনি ভীষণই ভুলো মনের। তবে এই মানুষটাকে সঙ্গে নিয়েই দেখতে দেখতে ৩১ বছর একসাথে কাটিয়ে দিলেন অভিনেতার স্ত্রী।

