‘লজ্জা করে…ছবি দেখার জন্য অভিনেতারা এখন জনগণের কাছে গিয়ে ভিক্ষা চাইছে…ভাবতে ঘেন্না করে’, বিস্ফোরক অভিনেতা ভাস্কর বন্দোপাধ্যায়

অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়

আজকাল টলিউডে ছবি মুক্তির আগে অভিনেতারা বাংলা জুড়ে জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। যেটাকে বলা হচ্ছে প্রোমোশন। যেমন দেব প্রথম ‘খাদান’ ছবির মুক্তির আগে পুরো বাংলা ঘুরে প্রোমোশন করেছিলেন। আর এই প্রোমোশনকে কেন্দ্র করেই বড়পর্দার শিল্পীদের বিঁধলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে দেখা যাচ্ছে রঘু ডাকাতের প্রচারের জন্য মালদা বর্ধমান বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করছে ছবির টিম। যেটা আগে চলচ্চিত্র জগতে কখনোই হয়নি। কারণ দর্শক নিজেরাই ভালোবেসে ছবি দেখতে হলে আসতেন। কিন্তু এখন দর্শকদের কাছে যেতে শিল্পীদের যাতে দর্শক বাংলা ছবির পাশে থাকেন।

এনার সেই নিয়েই ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতা। নাম না করেই এবার প্রসেনজিৎ থেকে দেবকে কটাক্ষ ভাস্করের। অভিনেতার পোস্টকে সমর্থন জানিয়েছেন বহু মানুষ। এমনকি এরকম সাহস করে সত্যি বলার জন্য অভিনেতাকে ধন্যবাদও জানিয়েছেন।

নিজের ফেসবুকে একটি পোস্ট করে ভাস্কর বন্দ্যোপাধ্যায় লেখেন, “ছোটবেলায় সিনেমার পোকা ছিলাম…কখন কোন হলে কোন সিনেমা ( বাংলা/ হিন্দী/ ইংলিস )আসছে সব মুখস্ত ছিল । কবে কোনটা দেখবো মনে মনে ঠিক করা থাকতো । কিন্ত কোনোদিনও সেই সিনেমার অভিনেতাতের সেই সিনেমার প্রচারে আসতে দেখিনি !! সেই সপ্ন…সেই মানুষ…সেই চাওয়া পাওয়া গুলোকে সিনেমা হলে গিয়েই গগ্রাসে গিলতাম..তারা ছিল কল্পনার মানুষ…যাদের দেখা যায় না….ছোঁয়া যায় না….যারা ছিল ” যদি এমন হতো” মানুষ ।”

তিনি আরও লেখেন, “কিন্ত এখন একটা নতুন ট্রেনড এসেছে !! যার নাম “প্রোমোসান”…যেখানে ছবি আসার আগে সেই ছবির সব অভিনেতারা জনগণের কাছে গিয়ে ভিক্ষা চইছে ( হ্যাঁ…ভিক্ষাই বলছি ) …’যে ছবিটা দেখুন’ ….আর কিছু অশিক্ষিত ( হ্যাঁ…অশিক্ষিত ই বলছি ) মানুষও সেই সব দেখছে …কেউ ছাউ (!) নাচছে…কেউ ঘোড়ার পিঠে চোড়ছে…কেউ আবার ” যা নয় তাই ” করছে । সত্যিই লজ্জা করে ভাবতে যে একটা চলচিত্র চালাতে… দর্শক আনতে… এইভাবে তাদের পায়ে পড়তে হবে । আগে তো এটা করতে হতো না !!! ছবি চলতো নিজগুনে । মানুষ ভালোবেসে ছবি দেখতো …। ভাবতে ঘেন্না করে বড় বড় ( তথাকথিত) শিল্পীরা এই জোয়ার গা ভাসাছেন …!!! ভালো ছবি করুন …মানুষ ঠিক দেখবে….। তার জন্য ওই লোকদেখানো ” প্রোমোসন” এর কোন প্রয়োজন নেই ।”