সোশ্যাল মিডিয়ার যুগে আজকাল মানুষ এতটাই ব্যস্ত যা আমাদের সম্পর্কের উপরও প্রভাব ফেলছে। সম্পর্কের গুরুত্ব কমে যাচ্ছে মানুষের কাছে। মানুষ প্রেমে পড়লেও কম সময়ের মধ্যেই ব্রেকআপও হয়ে যাচ্ছে। আর এই বিষয়কে কেন্দ্র করেই বড় পর্দায় আসছে নতুন ছবি। নাম ‘অসহ্য’।
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন দীপান্বিতা সেনগুপ্ত। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরিচালক নিজেই। এই ছবিতে এক সঙ্গে দেখা যাবে বিশ্বনাথ বসু ও ভাস্বর চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে, তবে প্রোডাকশন এর কাজ এখনও চলছে।
কিছুদিন আগেই কিলবিল সোসাইটিতে কাজ করেছেন বিশ্বনাথ বসু। সেখানে দর্শকের বিচারে অভিনেতার অভিনয় সত্যিই প্রশংসনীয়। এরই মধ্যে ‘অসহ্য’ ছবিতে বিশ্বনাথের অভিনয় দর্শকের কতটা মন ছুঁতে পারে সেটাই দেখার।
অন্যদিকে ধারাবাহিকের নিয়মিত মুখ ভাস্বর চট্যোপাধ্যায়। সিরিজ থেকে সিনেমায়, ভিন্ন চরিত্রে অভিনেতার অভিনয়ে মুগ্ধ দর্শক। এবার পর্দায় একসঙ্গে বিশ্বনাথ – ভাস্বর কে অভিনয় করতে দেখা যাবে।