‘অনুরাগ’ হয়ে ফের পর্দায় আসছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়

অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় বলতেই সকলের সামনে যেই নামটা ভেসে ওঠে সেটা হল ‘অনুরাগ’। ‘ইচ্ছেনদী’ ধারাবাহিক শেষ হয়ে গেলেও এখনো দর্শকের কাছে ‘অনুরাগ’ হিসাবেই পরিচিত তিনি। কারণ এই ধারাবাহিক বাংলা সিরিয়ালের পাতায় রেকর্ড গড়েছে।

যারা অনুরাগকে এখনো মিস করেন তাদের জন্য রয়েছে সুখবর, আবার পর্দায়  ‘অনুরাগ’ হয়ে আসছেন বিক্রম। তবে এই অনুরাগ কিন্তু মেঘলার স্বামী নয়, বরং জয়ী (সোহিনী সরকার)-র স্বামী। নিশ্চয়ই বুঝতে পারলেন না?

আসলে বড়পর্দায় আবার ফিরছে ‘অমরসঙ্গী’। আর এই ছবি নায়ক-নায়িকা হলেন বিক্রম আর সোহিনী। ছবিতে অনুরাগ চরিত্রে অভিনয় করবেন বিক্রম আর জয়ীর ভূমিকায় থাকবেন সোহিনী। 1987 সালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিজয়েতা পণ্ডিত অভিনীত ‘অমর সঙ্গী’তে মজেছিল আট থেকে আশি। এবার ২০২৫ সালে বিক্রম আর সোহিনী’র ‘অমরসঙ্গী’তে মজবেন আপামর বাঙালি। ৩১ শে জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)