পদ্মভূষণ পুরস্কার পেলেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সত্তরের দশকে চলচ্চিত্রে অভিনয় শুরু। কাজ করেছেন দেশের এবং বিদেশের অসংখ্য সিনেমায়। শিল্পকলায় তাঁর অবদানের জন্য এই সম্মান।
শুধু টলিউডে নয় বলিউড এবং ইংল্যান্ডের কিছু ছবিতেও কাজ করেছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের পরিচালনায় কাজ করেছেন তিনি। ‘ঘরে বাইরে’, ‘শতরঞ্জ কি খিলাড়ি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।
‘বিটার মুন’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। তবে অভিনেতা সবচেয়ে বেশি খ্যাতি অর্জন করেছিলেন ‘A Passage to India’ ছবিতে। এই প্রথম নয় এর আগেও বিরল সম্মান পেয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। তিনি একমাত্র ভারতীয়, যিনি তিনটি বিভাগে জাতীয় পুরষ্কার পেয়েছেন।
সূত্রঃ bangla . hindustantimes.com/entertainment/padma-awards-declared-actor-victor-banerjee-got-award-from-art-segment-31643121510318.html