দুঃসংবাদ! প্রয়াত পর্দার জনপ্রিয় অভিনেতা, শোকের ছায়া বিনোদন দুনিয়ায়

জনপ্রিয় অভিনেতা

চলতি বছরে বিনোদন জগতের একের পর এক খারাপ খবর সামনে আসছে। আবারও এক নক্ষত্র পতনে বিনোদনের দুনিয়ায় নেমে এলো শোকের ছায়া।

প্রয়াত থিয়েটার শিল্পী ও পর্দার জনপ্রিয় অভিনেতা টনি রবার্টস। দ্য রয়েল ফ্যামিলিতে, ভিক্টর-ভিক্টোরিয়া- র মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের ছাপ ফেলে গেছেন।

অভিনেতা টনি রবার্টস

অভিনেতার মেয়ে নিকোল বার্লি দ্য নিউ ইয়র্ক টাইমসকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফুসফুসের ক্যান্সারের কারণে মৃত্যু হয় তার। হলিউডের ইতিহাসে এক দৃষ্টান্ত তৈরি করে গেছেন।