বছর শুরুতেই ছোটপর্দার অভিনেতার ঘরে নতুন অতিথি। কারুর কাছে তিনি পরিচিত ‘শান্টু গুণ্ডা’ হিসাবে আবার কারুর কাছে ময়ূখ নামে। এছাড়াও ‘ইরাবতীর চুপকথা’, ‘তুঁতে’র মত জনপ্রিয় মেগার লিড হিরো তিনি। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে এখানে।
২০২৪ সালের এপ্রিল মাসে জানা যায় হিন্দু ব্রাহ্মণ কন্যেকে গোপনে বিয়ে করেছেন অভিনেতা। যদিও বিয়েটা ২০২৩ সালেই সেরে ফেলেছিলেন দুজনে। এবার তাদের পরিবারে নতুন সদস্য। বাবা হয়েছে সৈয়দ আরেফিন।
ব্য়ক্তিগত জীবনকে হামেশাই লাইমলাইট থেকে দূরে রেখেছেন অভিনেতা। সম্প্রতি বাবা- মা হওয়ার সুখবর ভাগ করে নিলেন অভিনেতার স্ত্রী তানিয়া মুখোপাধ্য়ায়। শুধু মা হওয়ার সুখবরই সামনে আনেননি তানিয়া। একরত্তির মিষ্টি ছবিও ভাগ করে নিয়েছেন।
অভিনেতার ছেলে হয়েছে না মেয়ে, তা স্পষ্ট করেননি তানিয়া। তবে সূত্রের খবর, ছেলের বাবা হয়েছেন অভিনেতা। বাবা হওয়ার খবর সামনে আসতেই ভীষণ খুশি অভিনেতার অনুরাগীরা।
ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালের পোশাকে তানিয়া। সাদা চাদরে মোড়া একরত্তিকে কোলে নিয়ে মিষ্টি ছবি লেন্সবন্দি করেছেন আরেফিনের স্ত্রী। তানিয়া পেশায় সরকারি কর্মী। প্রশাসনিক মহলের সঙ্গে যুক্ত তানিয়া। সরকারি চাকরি করার আগে তানিয়াও অভিনয় দুনিয়ার সঙ্গে যুক্ত ছিলেন। সেখান থেকেই নাকি চিত্তরঞ্জনের ছেলে আরেফিনের সঙ্গে আলাপ জমে তার।
View this post on Instagram



