‘এখানে বোধহয় আমার নামটা আশা করতেই পারি’, পদাতিকে গৌরবের পোস্টে সৃজিতকে প্রশ্ন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের

গৌরব রায় চৌধুরী

এত অবিকল মহানায়ক উত্তমকুমার। দর্শকের চোখকে ফাকি দিয়েই পর্দায় এবার মহানায়ক হয়ে উঠলেন ছোটপর্দার ‘রোদ্দুর’ ওরফে গৌরব রায় চৌধুরী। এই মুহূর্তে দর্শক যাকে পূবের ময়না ধারাবাহিকে অভিনয় করতে দেখছেন।

সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে উত্তম কুমারের চরিত্রে দেখা যাচ্ছে গৌরবকে। সম্প্রতি সেই ছবি নিজেই শেয়ার করেছেন গৌরব। আর ছবিতে তার রুপদান করেছেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত স্টাইলিস্ট সোমনাথ কুন্ডু। তার হাতের ছোঁয়াতেই মহানায়ক হয়ে ওঠেন গৌরব।

পরিচালক নিজেই পোস্ট করেন গৌরবের মহানায়ক হয়ে ওঠার সেই ছবি। তবে সৃজিত মুখোপাধ্যায়ের এই পোস্টে নিজের কৃতিত্বর দাবি জানালেন আরও একজন। ছবিতে গৌরবের মহানায়ক হয়ে ওঠার পেছনে কৃতিত্ব রয়েছে টলিপাড়ার আরেক অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় এর। ‘অতি উত্তম’ ছবিতে উত্তমকুমারের কণ্ঠ দিয়েছেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়।

পরিচালকের এই পোস্টে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘এখানে বোধহয় আমার নামটা আশা করতেই পারি, কারণ ভয়েস এক্টিংটা আমার।’ উত্তরে পরিচালক জানান, ‘অতি উত্তমের পর ওটা আর আলাদা করে কেউ বলে না। ধরেই নেয় এটা আপনার গলা। যদিও এই পোস্টটা সোমনাথ কুণ্ডুর ম্যাজিকের জন্য দেওয়া।’