বড়পর্দা ছেড়ে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা সুমিত গাঙ্গুলি

 সুমিত গাঙ্গুলি

টলিউডের সেরা খলনায়ক অভিনেতা সুমিত গাঙ্গুলি। ৯০ এর দশকে বাংলা সিনেমা গুলোতে ভিলেন মানেই সুমিত গাঙ্গুলীর জায়গা ছিল বাঁধা। পর্দায় তাকে দেখলে ভয়ে কাঁপতেন বাঙালি দর্শক। টলিউডে বহু সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তার অভিনয় প্রশংসিত দর্শকমহলে। বড়পর্দায় তাকে শেষবারের মত দেখা গেছে দেবের ‘খাদান’ ছবিতে।

এবার বড়পর্দা ছেড়ে ছোটপর্দায় পা রাখলেন অভিনেতা। তবে ছোটপর্দায় আর খলনায়কের চরিত্রে নয়, এবার ক্রাইম শো-এর সূত্রধরের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। সান বাংলায় আসছে নতুন শো, ‘ক্রাইম ডায়রি’। আমাদের চারপাশে ঘটে চলা ভয়ঙ্কর ঘটনা গুলোকেই টিভির পর্দায় ফুটিয়ে তোলা হবে যাতে সাধারণ মানুষ আরও সতর্ক থাকতে পারে।

এই শোয়ের প্রতিটি পর্বে থাকবে একটা করে নতুন গল্প।‌ সেই গল্পের সূত্রধর হিসাবে থাকবে সুমিত গাঙ্গুলি। এবার নতুন চরিত্রে সান বাংলার পর্দায় খুব শীঘ্রই দেখা যাবে অভিনেতাকে।

নাটকের মঞ্চ থেকে অভিনয় যাত্রা শুরু হয় তার। এরপরই বাংলা ছবিতে ভিলেন হয়ে গেলেন। একসময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তী, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু ছবিতে অভিনয় করেছেন সুমিত। দেব, জিৎ-এর ছবির খলনায়কের চরিত্রেও নজর কেড়েছেন তিনি।