ছোটপর্দায় কিছু কিছু জুটি থাকে যা দর্শকের মনে চিরকাল বেঁচে থাকে। আজও তাদের একসঙ্গে দেখলে আবেগপ্রবণ হয়ে পড়েন দর্শক। যেমন জি-বাংলার ‘নকশি কাঁথা’ সিরিয়াল। এই সিরিয়ালে অভিনেতা সুমন দে এবং অভিনেত্রী মানালি দে’র জুটি আজও দর্শকের মনে গেঁথে রয়েছে।
শবনম এবং যশোজিত জুটি আজও দর্শকের কাছে সেরা। অনেকদিন পর আবার সেই স্মৃতিতেই ভাসলেন অধিকাংশ নেটিজেনরা।
সম্প্রতি অভিনেতা সুমন দে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে অনস্ক্রিন দুই বউয়ের সঙ্গে এক ফ্রেমে তাকে। অর্থাৎ সুমনের সঙ্গে রয়েছেন তার অনস্ক্রিন বর্তমান স্ত্রী রাই ওরফে অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং আরেক পাশে প্রাক্তন স্ত্রী শবনম তথা মানালি দে।
মানালি আর আরাত্রিকার সাথে একসঙ্গে ছবি শেয়ার করে সুমন লেখেন, “অতীত এবং বর্তমান’। আর এই ছবি দেখেই পুরনো জুটির স্মৃতিতে ভেসেছেন নেটিজেনরা।
View this post on Instagram