পরিচালক ইমন ঘোষ প্রযোজক অমিত কুমার দাসের হাত ধরে নিয়ে এলেন এক নতুন ইউটিউব চ্যানেল। যার নাম “বোকাবক্স”। ইতিমধ্যেই বোকাবক্সের পর্দায় এসেছে “ওলি” নামক Short Film। এই শর্ট ফিল্ম অভিনয় করেছেন অভিনেতা সুদীপ মুখার্জি। নাট্যকর্মী ও বাচিক শিল্পী ইন্দ্রাণী মুখার্জি, নাট্যকর্মী অভিষেক জৈন ও নবাগতা তুষিতা ব্যানার্জি প্রমুখ। এছাড়াও “বৃষ্টি বিদায় ” ও “প্রত্যয় ” নামক আরও দুটি Short Film মুক্তি পেয়েছে বোকাবক্সের পর্দায়৷
পরিচালক ইমন ঘোষ জানান, দীর্ঘ ৯ বছর স্ট্রাগেলর পর, নিজেদের চ্যানেলে নিজেদের তৈরি করা independent সিনেমা মুক্তির পথ বেছে নেন তাঁরা। সাথে রয়েছেন চিত্র পরিচালক ও সংগীত পরিচালক অন্বেষ দে, সংগীত পরিচালক ও সংগীত শিল্পী সায়ন পাল (অগ্নি), লেখক সৈকৎ হাজরা ও প্রমুখ।
প্রত্যেকটি গল্প থাকবে জীবন কে ঘিরে৷ ‘নিজেদের জীবন থেকে নির্যাস নিয়েই ছবি করছি’, জানালেন ইমন ঘোষ৷
তিনি আরও জানান, গল্প শোনার পরেই নাকি অভিনেতা সুদীপ মুখার্জি বিনা পারিশ্রমিকেই রাজী হন অভিনয় করতে। এছাড়াও ইমনের আগের ছবি “চারু তোমায়”এর ক্ষেত্রেও এমনই ঘটনা ঘটেছিলো৷ অভিনেতা সৌরভ দাস NT1 Studio -র গ্রীনরুমে বসে গল্প শুনেই রাজী হয়ে গিয়েছিলেন অভিনয় করতে। পারিশ্রমিক এর কথা এড়িয়েই যান।
বোকাবক্সের পর্দায় আসতে চলেছে আরও Web Series, Music Videos এবং Short Films। যেখানে অভিনয় করেছেন ছন্দক চৌধুরী, সায়ন্তনী চ্যাটার্জি, রাহুল শীলের মত অভিনেতারাও।
ইমন আরও জানান বোকাবক্স চ্যানেলটি হলো নতুনদের জন্য। যে সমস্ত অভিনেতা, অভিনেত্রী দীর্ঘদিন কাজ পাচ্ছেন না বা স্ট্রাগেলর করে চলেছেন, তাদেরকে নিয়েই এগিয়ে যাবে এই চ্যানেল। আর সঙ্গে থাকবে সুদীপ মুখার্জি, সৌরভ দাসের মত শিল্পীরাও৷
ইতিমধ্যে “ওলি” নামক Short Film টি খুবই জনপ্রিয় হয়েছে৷ দর্শকের তরফে অনেকেই জানতে চেয়েছেন, Second Part এর বিষয়ে৷ পরিচালক অবশ্য এ বিষয়ে বিস্তরে কিছু জানান নি।