গুরুতর অসুস্থ অভিনেতা সুধীর দলবী। একসময় পর্দায় সাঁইবাবার চরিত্রে অভিনয় করেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা। বর্তমানে ভয়ঙ্কর লড়াইয়ের মুখে সাঁইবাবা। গত ৮ অক্টোবর থেকে লীলাবতি হাসপাতালে ভর্তি সুধীর। বয়স হয়েছে প্রায় ৮৬ বছর। কী হয়েছে অভিনেতার?
সেপসিসে আক্রান্ত অভিনেতার শরীরে একাধিক জটিলতার সৃষ্টি হয়েছে। এমনকি সুধীরের সারা শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। অভিনেতার চিকিৎসার জন্য চাই লক্ষ লক্ষ টাকা। চিকিৎসার খরচ তা সবটা জোগানোর সামর্থ্য নেই অভিনেতার পরিবারের।
ইতিমধ্যেই সুধীরের চিকিৎসায় ১০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। পরিবারের দাবি, চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসার খরচ পৌঁছোতে পারে ১৫ লক্ষ পর্যন্ত।
সিনেমা এবং ধারাবাহিক দুই ক্ষেত্রে কাজ করলেও, সুধীরের অভিনীত ছবির সংখ্যা খুব বেশি নয়। যার কারণে এত বড় অঙ্কের টাকা জোগাড় করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়।
অভিনেতার চিকিৎসার জন্য তার পরিবার আর্থিক সাহায্যের আর্জি জানিয়েছেন সর্বত্র। সামাজিক মাধ্যমে সুধীরের পরিবার আবেদন জানিয়েছেন, “আপনাদের সাহায্য না পেলে এই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয়।” তারা অভিনেতার ব্যাংক তথ্যও শেয়ার করেছেন যাতে যে কেউ আর্থিক সহায়তা করতে পারেন।
সুধীরের স্ত্রী সুহাস দলবী সংবাদমাধ্যমকে জানান, ৮ অক্টোবর হঠাৎই শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয় সুধীরের। সেই সঙ্গে বিভিন্ন অঙ্গও বিকল হওয়ার উপক্রম হয়। তড়িঘড়ি তাকে হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করানো হয়।
অভিনেতার স্ত্রীর কথায়, “তখন আমরা ওর সেপসিস সংক্রমণের কথা জানতে পারি। যা ওর গোটা শরীরের সমস্ত অস্থিসন্ধিতে প্রভাব ফেলেছে। সংক্রমণ রক্তেও ছড়িয়েছে ফলে তার সেরে ওঠার গতি খুব ধীর।”


